ঢাকারবিবার , ১০ মে ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইন প্রবাসীদের জন্যে সুসংবাদ..

জান্নাত ইসলাম, বার্তা সম্পাদক
মে ১০, ২০২০ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান করোনা মহামারিতে সারা বিশ্ব যখন উলট পালট। প্রতিটা দেশ তাদের নাগরিক এবং দেশে অবস্হারত পর্যটকদের সর্বোচ্চো অধিকার নিশ্চিত করতেছে। তারই ধারাবাহিকতায় বাহরাইন সরকার সিদ্ধান্ত নিয়েছে।
১- চলতি বছরের শেষ পর্যন্ত সকল ধরণের আবাসিক ভিসা সংক্রান্ত ফিস মওকুফ করা হবে।

২- মেয়াদোত্তীর্ণ ও বাতিলকৃত সকল ভিসা সমূহের সময়সীমা অটোমেটিক চলতি বছরের শেষ পর্যন্ত কোনও আবেদন জমা দেওয়া ব্যতিত এবং বিনা মূল্যে মেয়াদ বাড়িয়ে দেত্তয়া হবে।

৩- সকল মেয়াদোত্তীর্ণতা এবং বৈধ ভ্রমন ভিসা ধারণকারীদের সকল ভিসা আগামি তিন (৩) মাসের জন্য কোন প্রকার আবেদন ও ফিস ব্যতিত স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত হবে।


(ছবি ফাইল ফটো :তাজ উদ্দীন সিকান্দার)

এ বিষয় নিয়ে দৈনিক ডাক বাংলার সাথে কথা বলেন প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ ওয়েল ফেয়ার কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী বন্ধু জনাব তাজ উদ্দীন সিকান্দার, তিনি বলেন আসলে ভিসার এই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশী অনেকই চিন্তিত এবং
অনেকই দেশে আছেন ছুটিতে কিন্তু লকডাউনের ফলে তারা আসতেও পারতেছেন না।এদিকে ভিসার মেয়াদও চলে যাইতেছে।
অনেক দিন থেকে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্হার সাথে কথা বলছি এ বিষয়ে।
আলহামদুলিল্লাহ সরকার অতিদ্রুত সিদ্ধান্ত এবং ঘোষনা করায় সকল প্রবাসী আজ খুশি।
আমি আমার ব্যাক্তিগত এবং আমাদের ওয়েলফেয়ার কমিউনিটি পক্ষ থেকে বাহরাইন সরকারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।

dak bangla logo