ঐতিহ্যবাহী দ্ধীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শাহ মমশাদ আহমদ বলেছন যে,বিখ্যাত দায়ী,কিংবদন্তি আলেমদের নামে সমর্থক গ্রুপ/দল/ ফ্যান ক্লাব গঠন করে অনলাইনে ব্যাপক কাজ চলছে,মাশাল্লাহ।
উদ্যেক্তারা ইসলামের প্রতি দরদ,একজন আলেমে দ্বীনের প্রতি ভালবাসা রেখেই কাজ করছেন,কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতিরমাত্রা বেশী হচ্ছে কি না? একটু ভাবা উচিত।
★গ্রুপ/দল বিভাজনের পরিচায়ক,তা পরিতাজ্য নয় কি?
★আল্লাহ না করুন,যদি আপনার সমর্থিত আলেমের পদস্খলন ঘটে,আপনি সমর্থক থাকবেন কিভাবে?
★সমসাময়িক অন্য আলেমদের সমর্থকদের সাথে বিদ্বেষ সৃষ্টি না হবার নিশ্চয়তা আছে কি?
★শরীয়তের মেযায হচ্ছে, প্রতি মুসলমান, ব্যক্তির নয়,আল্লাহ- রাসুল, কুরআন ও সুন্নাহের সমর্থক হবে,তা শরীয়তের মেযায পরিপন্থী হচ্ছে না তো?
★সমর্থক ধরনের শব্দাবলী পরিহার করে সৃজনশীল, সার্বজনীন শব্দ ব্যবহার করা যেতে পারে।
আল্লাহ আমাদের বিষয়টি অনুধাবন করার তাওফিক দিন।আমীন
লেখকঃসিনিয়র মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া কাজির বাজার, সিলেট।