ঢাকাশনিবার , ৯ মে ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

“আলেমদের নামে সমর্থক গ্রুপ”একটু ভাবা উচিত:শাহ মমশাদ

Link Copied!

ঐতিহ্যবাহী দ্ধীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শাহ মমশাদ আহমদ বলেছন যে,বিখ্যাত দায়ী,কিংবদন্তি আলেমদের নামে সমর্থক গ্রুপ/দল/ ফ্যান ক্লাব গঠন করে অনলাইনে ব্যাপক কাজ চলছে,মাশাল্লাহ।
উদ্যেক্তারা ইসলামের প্রতি দরদ,একজন আলেমে দ্বীনের প্রতি ভালবাসা রেখেই কাজ করছেন,কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতিরমাত্রা বেশী হচ্ছে কি না? একটু ভাবা উচিত।

★গ্রুপ/দল বিভাজনের পরিচায়ক,তা পরিতাজ্য নয় কি?

★আল্লাহ না করুন,যদি আপনার সমর্থিত আলেমের পদস্খলন ঘটে,আপনি সমর্থক থাকবেন কিভাবে?

★সমসাময়িক অন্য আলেমদের সমর্থকদের সাথে বিদ্বেষ সৃষ্টি না হবার নিশ্চয়তা আছে কি?

★শরীয়তের মেযায হচ্ছে, প্রতি মুসলমান, ব্যক্তির নয়,আল্লাহ- রাসুল, কুরআন ও সুন্নাহের সমর্থক হবে,তা শরীয়তের মেযায পরিপন্থী হচ্ছে না তো?

★সমর্থক ধরনের শব্দাবলী পরিহার করে সৃজনশীল, সার্বজনীন শব্দ ব্যবহার করা যেতে পারে।
আল্লাহ আমাদের বিষয়টি অনুধাবন করার তাওফিক দিন।আমীন
লেখকঃসিনিয়র মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া কাজির বাজার, সিলেট।

dak bangla logo