ঢাকাশনিবার , ৯ মে ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

এবার নদীতে ‘সরকারি’ চাল!

ডেস্ক রিপোর্ট :দৈনিক ডাক বাংলা
মে ৯, ২০২০ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এবার মডাঙ্গার কুমার নদের পানিতে খাদ্য মন্ত্রণালয়ের ৫০ বস্তা চাল গোপনে ফেলে গেছে অজ্ঞাত কেউ। আজ ৯ মে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে চালের বস্তাগুলো দেখতে পান। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। বস্তার গায়ে লেখা রয়েছে গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ।

সংবাদটি ছড়িয়ে পড়লে মুহূর্তে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবীর ও ওসি এলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন ঘটনাস্থলে উপস্থিত হন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, সাধারণ বস্তায় চাল ভরে পরে ওই বস্তা আবার সরকারি বস্তায় ঢুকিয়ে নদীর পানিতে ফেলা হয়েছে। বস্তাগুলোর চাল খাবার অনুপযুক্ত। এটি সাবটাজ বা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

ওসি এলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

সূত্র:কালের কন্ঠ

dak bangla logo