ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

চার মাস নিত্যপণ্যের কোনো সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী..

ডেস্ক রিপোর্ট :
মে ৭, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

পর্যাপ্ত নিত্যপণ্য মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, দেশে আগে থেকেই প্রস্তুতি নেয়ায় অন্তত চার মাস নিত্যপণ্যের কোনো সংকট হবে না।

তিনি বলেন, রমজান উপলক্ষে অন্য বছরের চেয়ে এবার ১০ গুণ বেশি পণ্য মজুদ করা হয়েছিলো।

বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের ব্রিকিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। বলেন, ‘আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল বলে করোনা পরিস্তিতিতে ভালো অবস্থানে আছি।’

চলমান রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবার রমজান থাকলেও নিত্যপণ্য সহনীয় পর্যায়ে রয়েছে। আদার দাম বেড়ে গেছিল, আমরাও প্রচুর আমদানি করছি, এখন সহনীয় পর্যায়ে আছে। ১৫০ টাকা কেজি আদা। দেশে ছোলা ও বুট (ডাল) যথেষ্ট পরিমাণ রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতে বিভিন্ন দেশ ক্রয় আদেশ যাতে বাতিল না করে সেই উদ্যোগ নেয়া হয়েছে… আমদানিকারকদের চিঠি দেয়া হচ্ছে যাতে করোনা পরিস্থিতি মোকাবেলার বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে।’

তিনি আরো বলেন, ‘রেলে ভারত থেকে পণ্য আমদানির জন্য চারটি রুট ঠিক করা হয়েছে। রুটগুলো হচ্ছ- হিলি, বিরল, দর্শনা ও বেনাপোল।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কেট খোলার বিষয়ে কোনো কঠোরতা নেই, যারা না চাইবে তারা খুলবে না।’

সূত্র : ইউএনবি