1. admin@doinikdakbangla.com : Admin :
টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষে মুশফিক.. » দৈনিক ডাক বাংলা
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষে মুশফিক..

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২০
  • ৬২ বার পঠিত

আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিং তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুশফিক বেশ কিছুদিন ধরেই র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। মুশফিকের পরই আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৫৯৮ রেটিং নিয়ে ২৭তম স্থানে রয়েছেন তিনি।

আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র‌্যাংকিংয়ে, ৬৫৫ রেটিং নিয়ে ১৯তম স্থানে রয়েছে মুশফিক। গত ফেব্রুয়ারিতে মুশফিকের ডাবল-সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে টানা পাঁচ ম্যাচ হারের বন্ধ্যাত্ব ঘোচায় বাংলাদেশ। মূলত এ ইনিংসই দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে মূখ্য ভূমিকা রাখে মুশফিককে।
র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয়স্থানে রয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ৫৫৬ রেটিং নিয়ে ৩৯তম স্থানে তিনি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দুটি স্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের দলপতি বিরাট কোহলি। ৯১১ রেটিং নিয়ে শীর্ষে স্মিথ। ৮৮৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে কোহলি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews