নওগাঁয় আরো ১৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৭ জন শনাক্ত হলো। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান আলাল।
নতুন শনাক্তদের মধ্যে সাপাহার উপজেলায় তিনজন, রাণীনগরে ছয়জন, মহাদেবপুরে দুজন, পোরশায় একজন, মান্দায় দুজন এবং আত্রাই উপজেলায় তিনজন। শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, শনাক্তদের বেশির ভাগই ঢাকাফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোনো লক্ষণ ছিল না। তিনি জানান, এ পর্যন্ত নওগাঁ থেকে মোট ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।